জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫
একনজরে
২০১০ থেকে ২০২৪ পর্যন্ত দীর্ঘ বিরতির পর অবশেষে ২০২৫ সাল থেকে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা পাবেন তাদের মেধা প্রমাণের সুযোগ এবং হয়ে উঠবেন দেশের সেরা স্কলারদের একজন।
এই প্রেস্টিজিয়াস কম্পিটিশন কেবল একটি পরীক্ষা নয়—এটি শিক্ষাজীবনের এক বড় মাইলফলক। সেরা স্কলারের মুকুট জয়ের এই যাত্রায় প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, সঠিক কৌশল এবং নির্ভরযোগ্য প্রস্তুতি।
আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্যের ধারাবাহিকতা নিয়ে আছি তোমার পাশে। প্রস্তুতির প্রতিটি ধাপে থাকছে—
- বিষয়ভিত্তিক পরিকল্পিত পাঠ
- অনুশীলনমূলক প্রশ্নপত্র ও মডেল টেস্ট
- অভিজ্ঞ শিক্ষকদের নির্দেশনা
-
নিয়মিত মূল্যায়ন ও ফিডব্যাক
এবারের বৃত্তি পরীক্ষায় সফল হতে চাইলে এখনই শুরু করো তোমার যাত্রা। আমাদের সাথে থাকলে তোমার সাফল্য নিশ্চিত এক ধাপ এগিয়ে যাবে।
Part-A: Reading (40 marks) Subject: English
- Seen Passage-1: MCQs, Answering Questions
- Seen Passage-2: Gap Filling & Vocabulary (Synonyms & Antonyms)
- Unseen Passage-3: Information Transfer or True/ False, Writing Summary
- Matching
- Answering Questions from Poems
Part-B: Grammar (30 marks)
- Gap Filling with/ without Cluses
- Substitution Table
- Right Forms of Verbs
- Changing Sentences
- Punctuation & Capitalization
Part-C: Writing (30 marks)
- Letter/ E-mail (Formal/ Informal)
- Completing Stories/ Writing Dialogues
- Compositions