কোন প্রোগ্রামিং ভাষাটি শিখব ও পাইথন প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু।
সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন কী রকমের?
নিম্নের কোনটিতে নির্দেশ লেখার নিয়মে একটু-আধটু ভিন্নতা থাকে?
সি প্রোগ্রামিং স্টেটমেন্টের শেষে কী দিতে হয়?
নিম্নের কোন প্রোগ্রামিংয়ের স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয় না?
প্রোগ্রামিং যারা শিখতে চায় তাদের জন্য দুর্দান্ত প্রোগ্রামিং ভাষা কোনটি হতে পারে?
নিম্নের কোন প্রোগ্রামটি ডেটা সায়েন্সে ব্যবহৃত হয়?
শিক্ষানবিস বান্ধব ও সাধারণ সিনট্যাক্স প্রোগ্রামিং ভাষা কোনটি?
নিম্নের কোন ওয়েবসাইট ঠিকানা থেকে পাইথন সফটওয়্যার ডাউনলোড করা যায়?
সহজে শেখার জন্য বেশ মজার প্রোগ্রামিং ভাষা কোনটি?
থনি সফটওয়্যার ডাউনলোড করার ওয়েব ঠিকানা?
python প্রোগ্রাম লেখার সফটওয়্যার নিচের কোনটি?
পাইথন প্রোগ্রামিংয়ে কোনো কিছু প্রিন্ট করতে কোনটি ব্যবহার করা হয়?
নিচের কোন প্রোগ্রামটি সঠিক?
পাইথন প্রোগ্রামিং ভাষার সুবিধা হচ্ছে-
i. সহজ প্রোগ্রামিং কোড
ii. সাধারণ সিনট্যাক্স
iii. শিক্ষানবিস-বান্ধব
পাইথন প্রোগ্রামিং ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে-
i. ওয়েব ডেভেলপমেন্ট উন্নয়নে
ii. ডেটা সায়েন্স ও বিশ্লেষণে
iii. অটোমেশনে