মেশিন কোড বা মেশিন ভাষা কী?

মেশিন কোড বা মেশিন ভাষা কী?

মেশিন কোড বা মেশিন ভাষা কী?

Select the correct answer

Q1.

মূলত ০ ও ১ এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে কী বলে?

নিউমেরিক কোড
আলফানিউমেরিক কোড
মেশিন কোড
ইউনিকোড
Q2.

কোনটিকে মেশিন কোড বলা হয়?

বাইনারি কোডকে
নিউমেরিক কোডকে
ডেসিমেল কোডকে
ইউনিকোডকে
Q3.

 প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি করে কোন প্রোগ্রাম?

পাইথন প্রোগ্রাম
জাভা প্রোগ্রাম
সি প্রোগ্রাম
অনুবাদক প্রোগ্রাম
Q4.

 অনুবাদক প্রোগ্রাম কত প্রকার?

Q5.

কম্পিউটার মানুষের বোধগম্য ভাষাকে কীসে রূপান্তর করে? 

দশমিক সংখ্যায়
বাইনারিতে
ডেসিমেলে
অক্টালে
Q6.

সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর করে কোনটি?

কম্পাইলার
ইন্টারপ্রেটার
এনকোডার
কনভার্টার
Q7.

একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর করে কোনটি?

কম্পাইলার
ইন্টারপ্রেটার
এনকোডার
ট্রান্সলেটর
Q8.

সবগুলো নির্দেশ নির্ভুল হলে রূপান্তরের কাজটি করে নিচের কোনটি?

মেশিন
ইন্টারপ্রেটার
অ্যাসেম্বলার
কম্পাইলার
Q9.

একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর ব্যবস্থাকে কী বলা হয়?

ইন্টারপ্রেট
কম্পাইল
কনভার্ট
ট্রান্সলেটর
Q10.

নিম্নের কোনটি প্রোগ্রামিং নির্দেশে ভুল পেলে আর মেশিন কোডে রূপান্তর করে না?

কনভার্টার
পাইথন প্রোগ্রাম
ইন্টারপ্রেটার প্রোগ্রাম
জাভা প্রোগ্রাম
Q11.

মেশিন কোড হলো-

i. 0 ও 1

ii. 1   1

iii. বাইনারি কোড

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
Q12.

কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার অনুবাদক প্রোগ্রাম হচ্ছে- 

i. কম্পাইলার

ii. জাভা

iii. ইন্টারপ্রেটার


i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
Q13.

অনুবাদক প্রোগ্রাম কম্পাইলারের বৈশিষ্ট্য হচ্ছে-

i. সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে

ii. সবগুলো নির্দেশ এক সাথে রূপান্তর করে

iii. একটি একটি করে নির্দেশ রূপান্তর করে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
Q14.

 অনুবাদক প্রোগ্রাম ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য হচ্ছে- 

i. একটি একটি করে নির্দেশ রূপান্তর করে

ii. সবগুলো নির্দেশ এক সাথে রূপান্তর করে

iii. সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে


i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
Q15.

অনুবাদক প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে-


i. নির্দেশনা ভুল পেলে রূপান্তর থেমে যাবে

ii. নির্দেশনা ভুল পেলেও রূপান্তর করবে

iii. সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করবে

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii