মেশিন কোড বা মেশিন ভাষা কী?
মূলত ০ ও ১ এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে কী বলে?
কোনটিকে মেশিন কোড বলা হয়?
প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি করে কোন প্রোগ্রাম?
অনুবাদক প্রোগ্রাম কত প্রকার?
কম্পিউটার মানুষের বোধগম্য ভাষাকে কীসে রূপান্তর করে?
সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর করে কোনটি?
একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর করে কোনটি?
সবগুলো নির্দেশ নির্ভুল হলে রূপান্তরের কাজটি করে নিচের কোনটি?
একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর ব্যবস্থাকে কী বলা হয়?
নিম্নের কোনটি প্রোগ্রামিং নির্দেশে ভুল পেলে আর মেশিন কোডে রূপান্তর করে না?
মেশিন কোড হলো-
i. 0 ও 1
ii. 1 ও 1
iii. বাইনারি কোড
কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার অনুবাদক প্রোগ্রাম হচ্ছে-
i. কম্পাইলার
ii. জাভা
iii. ইন্টারপ্রেটার
অনুবাদক প্রোগ্রাম কম্পাইলারের বৈশিষ্ট্য হচ্ছে-
i. সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে
ii. সবগুলো নির্দেশ এক সাথে রূপান্তর করে
iii. একটি একটি করে নির্দেশ রূপান্তর করে
অনুবাদক প্রোগ্রাম ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্য হচ্ছে-
i. একটি একটি করে নির্দেশ রূপান্তর করে
iii. সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে
অনুবাদক প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে-
i. নির্দেশনা ভুল পেলে রূপান্তর থেমে যাবে
ii. নির্দেশনা ভুল পেলেও রূপান্তর করবে
iii. সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করবে