সমস্যা সমাধানে প্রোগ্রামিং, প্রোগ্রামিং ভাষা
মনের ভাব প্রকাশের জন্য আমরা কী ব্যবহার করি?
কম্পিউটার কোন ভাষার নির্দেশকে নিজের বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করে?
নিচের কোনটি, প্রোগ্রামিং ভাষা নয়?
পাইথন কী ধরনের ল্যাংগুয়েজ?
ব্যবহারকারী মেশিনকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারে কোন ভাষার সাহায্যে?
প্রোগ্রামিং ভাষা লিখার জন্য কী ব্যবহৃত হয়?
কম্পিউটার সরাসরি বুঝতে পারে না?
কম্পিউটার কী ধরনের সংকেত বুঝতে পারে?
ইলেকট্রনিক ডিভাইসসমূহ শুধুমাত্র কোন দুটি সংখ্যা বুঝতে পারে?
কম্পিউটারে প্রয়োজনমতো নির্দেশ দেয়া যায় কোনটির মাধ্যমে?
সমস্যা সমাধান হলো-
i. চ্যালেঞ্জ
ii. বাধা শনাক্ত করার প্রক্রিয়া
iii. সমস্যার প্রকৃতি নির্ণয়
ইলেকট্রনিক সংকেত বুঝতে পারে-
i. কম্পিউটার
ii. এনালগ ডিভাইস
iii. স্মার্টফোন
কম্পিউটারের সাথে আমরা যোগাযোগ করবো -
i. প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে
ii. ভাষার রীতিনীতি অনুসরণ করে
iii. নির্দেশ প্রদান করে
বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা হচ্ছে-
i. সি
iii. পার্ল
ii. পাইথন
মূলত ০ ও ১ এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে কী বলে?